ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নছিমন গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সিফাত হোসেন শাওন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে ঘটনা ঘটে । নিহত শাওন ভবানীপুর ভাটোপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রঞ্জুর ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত হোসেন শাওন বগুড়া ক্যান্টনমেন্ট কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত। পূজার ছুটি উপলক্ষে বাড়িতে বেড়াতে এসেছেন। বাড়িতে এসেই মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় দ্রুত গতিতে ঘুরে বেড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন ভবানীপুর থেকে ভাঙ্গুড়া বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে আসার পথে ভবানীপুর ফকিরের মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি করিমনের গাড়ির সঙ্গে সজরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তবে তার সঙ্গে থাকা অপর এক যাত্রী ছিটকে পড়ে গেলেও অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজ ছাত্র শাওনকে মৃত ঘোষণা করেন। কলেজ ছাত্রের অকাল মৃত্যুতে হাসপাতলে চারপাশে কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতীর্ণ হয়।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

0 মন্তব্যসমূহ