সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় অস্ত্রধারী চোর সাব্বির আটক





আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ায় বিশ্রামপুর গ্রামে নাজিম উদ্দীনের  বাড়ীতে সোমবার দিবাগত গভীর রাতে গরু বিক্রি টাকা চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে সাব্বির হোসেন নামক এক অস্ত্রধারী চোর।

এসময় চোরের অস্ত্র আঘাতে বাড়িওয়া হুমায়ন নামক এক ব্যক্তি গুরুতর জখম হয় এবং হাসপাতালে তার কপালে সাতটা সিলাই দেয়া হয়েছে। তার বাবার নাম নাজিম উদ্দীন। 

আহত ট্রাক ডাইভার হুমায়ুন জানান, ওইদিন প্রায় ২ লাখ টাকা গরু বিক্রি করে বাড়িতে রাখা হয়। এদিন রাতে চুরির উদ্দেশ্যে  হুমায়ুনের বাড়ীতে চোর হানা দেয় চোর সাব্বির হোসেন। এসময় হুমায়ূন টের পেয়ে চোর সাব্বিরকে ধেরে ফেলে এবং উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়।

এসময় হুমায়ূন চোরকে ঝাপটে ধরে চিৎকার শুরু করতে থাকে। এতে বাড়ীর ও আশপাশের  লোকজন ছুটে এসে চোরকে হাতে নাতে আটক করে। চোরের হাতের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় হুমায়ুন।  

চোর সাব্বির হোসেনকে মারপিট করলে সে শিকার যায় সহযোগী নাজমুল হোসেন তার সাথে ছিল। তার বাবার নাম নুরুল ইসলাম। 

গুরুতর জখম অবস্থায় হুমায়ুনকে প্রথমে তাকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা অবনতি হলে পরে পাবনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ