পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বাংলাদেশ গার্ডস কাউন্সিল ঈশ্বরদী হেডকোয়াটার্সের দুই ট্রেন পরিচালক (গার্ড) কে সম্মাননা ক্রেস্ট ও বিদায় সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখা।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরদী ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত হোসেন খান।
গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার সভাপতি জিয়া উদ্দীন সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল মাহবুবের সঞ্চলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন।
এসময় আরও বক্তব্য রাখেন, পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা ফয়সাল বিন ওমর রেলওয়ে শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আহসান হাবিব, গার্ডস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান রানিং কল্যাণ ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটির মোস্তাফিজুর রহমান, শ্রমিক ও কর্মচারী দলের পাকশী শাখার সম্পাদক সোহেল রানা, টিটিই অ্যাসোসিয়েশনের অবসরপ্রাপ্ত টিটিই আফজাল হোসেন, বর্তমান টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু প্রমুখ।
এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন গার্ডস কাউন্সিলের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। এসময় ঈশ্বরদী জংশন স্টেশনে সুপারিন্টেনডেন্ট, স্টেশন মাষ্টার, গার্ড কাউন্সিল নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
বিদায়ী দুই ট্রেন পরিচালকের বিদায় সংবর্ধনায় মানপত্র পাঠ করে, বাংলাদেশ গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির পক্ষে মঞ্জুরুল হক এবং ঈশ্বরদীর গার্ডস হেডকোয়ার্টারের পক্ষ থেকে কার্যকরী সভাপতি জাকারিয়া সরকার সোহাগ, বিদায়ী ট্রেন পরিচালক আফজাল হোসেনের বড় ছেলে এছাড়াও প্রধান অতিথিকে বিদায়ী ট্রেন পরিচালক
আফজাল হোসেনের বড় ছেলের প্রথম পুত্র সন্তান অর্থাৎ বড় নাতি নিজ হাতে অঙ্কিত একটি ছবি প্রদান করেন।
আফজাল হোসেন ১৯৮৭ সালের ১৮ জানুয়ারি বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন। দীর্ঘ ৩৮ বছর ৯ মাস ১৪ দিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, হাফিজুল হাসান সিদ্দিকী ১৯৮৫ সালের ২২ এপ্রিল রেলওয়েতে যোগদান করেন। কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

0 মন্তব্যসমূহ