সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় মার্কেটে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি


পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর খান মার্কেটে অবস্থিত খান ক্যাফে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকানের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর)  বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

মার্কেট মালিক  টিটুল খান  জানান, আমি যতটুক জানতে পেরেছি  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তিনটি দোকান ফুড প্যালেস বিরিয়ানি হাউস,  ফার্নিচার ও সিলভারের দোকানে  প্রায়  ৩০ লক্ষ টাকা  ক্ষতি হয়েছে। 

কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ