সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু


পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির ছাদে জমে থাকা পানিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে সৈয়দ মারুফ বুখারী (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

মারুফ ওই গ্রামের সৈয়দ আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে এবং খুলনা পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী।

জানা যায়, কলেজে পূজার ছুটি শুরু হলে মারুফ বাড়িতে আসেন। গত কয়েকদিন বাড়ির বিভিন্ন কাজ করছিলেন। এক পর্যায়ে বুধবার দুপুরে পানির ট্যাংকি পরিষ্কার করতে বাড়ির ছাদে ওঠেন। এর কিছু সময় পার হলেও তিনি নিচে না নামায় বাড়ির অন্য সদস্যরা ডাকতে যান। এ সময় বাড়ির লোকজন মারুফকে ছাদের উপরে জমানো বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির ছাদের উপর দিয়ে বিদ্যুতের লাইনের তার টাঙানো ছিল। এতে বৃষ্টির পানি জমা হলে পানি বিদ্যুতায়িত হয়। পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য মারুফ ছাদের উপর উঠলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।

বেতুয়ান গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরজু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কলেজছাত্রের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ