পাবনার কৃতীসন্তান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি ওই হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ প্রফেসর ডা. হাসানের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর মির্জ্জা আজিজুল ইসলাম বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথাসহ শরীরের বেশ কয়েক স্থানে গুরুতর আঘাত পান। ওই দিনই তাকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে পরদিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার আঘাতের স্থানে একাধিক সেলাইয়ের প্রয়োজন পড়ে।
পরিবারের পক্ষ থেকে তার আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মির্জ্জা আজিজুল ইসলাম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ উপদেষ্টা ছিলেন। সেই সময় তিনি সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখেন। তার প্রচেষ্টায় পাবনা মেডিকেল কলেজ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ সম্পাদিত হয়। তার পিতা মরহুম আব্দুর রশিদ মির্জ্জা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় (১৯৭৯) পাবনা-২ আসন থেকে এমপি নির্বাচিত হন।

0 মন্তব্যসমূহ