বার্তা সংস্থা পিপ, পাবনা : আসন্ন শারদীয় দূর্গাৎসব উপলক্ষে পাবনায় "বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতাকে পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি" শীর্ষক ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল চারটায় শহরের আব্দুল হামিদ সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন কর হয়।
মানববন্ধনে জেলা মহিলা পরিষদের সভানেত্রী অ্যাডভোকেট কামরুনাহার জলির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাংবাদিক ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দিকী, ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রধান শিক্ষিকা হেনা গোস্বামী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা কামরুননাহার জোসনা, সহ সভাপতি মাহবুবা কাজল, মালা সরকার, বাঁচতে চাইয়ের নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টুসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বক্তারা আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ