সর্বশেষ

6/recent/ticker-posts

ক্লিনিকের ভুল চিকিৎসার শিকার পাবনার সেই তানজিলা মারা গেছে

 


গত ২২ আগস্ট দুপুরে পাবনার একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হন তানজিলা (২৫) নামে এক রোগী। প্রায় ২৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন তানজিলা।  আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তার (ইন্নালিল্লাহি............রাজিউন)।  

তানজিলা পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মোঃ ইয়ার আলীর কন্যা।  সে এর আগে পিত্তথলির সমস্যা নিয়ে পাবনা শহরের শালগাড়িয়া হাসপাতাল রোডে অবস্থিত সোমা ক্লিনিকে ভর্তি হয়। 

ওই দিন সন্ধ্যায় তার অস্ত্রোপচার করেন ডা. শামছুল আলম মালিথা। ৪ ঘন্টা অস্ত্রোপচার শেষে বিছানায় দেয়ার পরই প্রচণ্ড ব্যথা শুরু হয় রোগীর। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানালে রোগীর কোন সমস্যা হবে না বলে জানায় তারা। এরপর রোগীর অবস্থা ক্রমেই অবনতি হলে ২৪ আগস্ট ছাড়পত্র দিয়ে তানজিলাকে বিদায় করে দেয় সোমা ক্লিনিক। 

রোগীর অবস্থা সঙ্কটাপন্ন দেখে রোগীর স্বজনরা দ্রুত সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকার বাড্ডায় অবস্থিত এজেডএম হাসপাতলে নিয়ে যান তারা। এজেডএম হাসপাতালের চিকিৎসক জানান,  রোগীর অপারেশনের সময় পিত্তথলিতে ক্লিপ পড়ানোর পরিবর্তে পিত্তনালীতে ক্লিপ পড়ানো হয়েছে। যা চিকিৎসকরা বিষয়টিকে ভুল হিসেবে দেখছেন। পিওনালী ব্লক হওয়ার কারনে ইনফেকশন হয়ে যায় এবং রোগীর শরীর অতিরিক্ত ফুলে যায়। সাথে দেখা অন্যান্য উপসর্গ। প্রতিনিয়ত অসহ্য যন্ত্রনা ভোগ করে আজ ভোরে ঢাকার বাড্ডায় অবস্থিত এজেডএম হাসপাতলে রোগী মৃত্যু বরণ করে। 

ভুল চিকিৎসায় তানজিলার মৃত্যু হয়েছে উল্লেখ করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ