সর্বশেষ

6/recent/ticker-posts

মা বাবাকে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ছেলে গ্রেফতার



বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনা সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মা ও বাবাকে মারধর ও গুরুতর জখম করার চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় প্রধান আসামি ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, পাবনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাবনা সদর উপজেলার শ্রীপুর এলাকা থেকে মো. শিমুল শেখ (৪২) কে গ্রেফতার করা হয়। সে  পাবনা সদর থানার নলদহ নতুনপাড়া শ্রীপুর এলাকার মো. নছির শেখের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে পারিবারিক বিরোধের জেরে শিমুল শেখসহ অন্যান্য আসামিরা ধারালো চাপাতি, হাসুয়া, জিআই পাইপ, লোহার রড, হাতুড়ি, কাঁচি, বাঁশের লাঠি ও কাঠের বাটামসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মা মোছাঃ রবিজা খাতুন (৬৩) কে মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় বাদিনির স্বামী মো. নছির শেখ (৭৫) প্রতিবাদ করলে আসামিরা রবিজা খাতুন ও তার স্বামীকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ বিষয়ে আহত মা রবিজা খাতুন নিজ সন্তানসহ অন্যান্যদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং-৪১, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫। পুলিশ মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তর করলে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হকের নেতৃত্বে একটি আভিযানিক শিমুল শেখ (৪২) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি শিমুল শেখকে আইনগত প্রক্রিয়ার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব নিশ্চিত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ