জানা গেছে, ১৮৬৮ সালের ৭ আগস্ট পাবনার চাটমোহরের হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যে চলিত গদ্যের প্রবর্তক প্রমথ চৌধুরী। ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর এ সাহিত্যিকের জীবনাবসান ঘটে। তিনি ছিলেন সাহিত্যিক, সম্পাদক, ব্যারিস্টার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়। তার সাহিত্যকর্ম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার জন্মভূমিও জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেই ইতিহাস আজ অরক্ষিত। প্রমথ চৌধুরীর স্মৃতি ধরে রাখতে স্থানীয়ভাবে গঠন করা হয়েছে ‘প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ’। তবে সংগঠনটি বর্তমানে অর্থ সংকটে কার্যত অচল হয়ে পড়েছে।
সচেতন মহলের দাবি, বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান অনস্বীকার্য। তার স্মৃতি ও উত্তরাধিকারকে ধরে রাখা শুধু একটি এলাকার দায়িত্ব নয় এটা জাতীয় দায়িত্ব। অবহেলায় স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ার আগেই প্রয়োজন তা রক্ষার জন্য সুপরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা চাটমোহরের ইতিহাস ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এ নিদর্শনকে রক্ষা করার লক্ষ্যে এরই মধ্যে সেখানকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়াও সেখানে একটি পাঠাগার নির্মাণ করা হয়েছে। স্থানটিকে আরো দৃষ্টিনন্দন করার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ