সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


পাবনার ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণ মামলায় মহসিন আলী নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

তিনি উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে অষ্টমনিষা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘মহসিন আলীকে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ