সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু


পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয়ের দুই নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতদের বয়স যথাক্রমে ৩৫ ও ৬০ বছরের মত হবে বলে ধারণা করা হচ্ছে।তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নিহত দুই নারী এই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে তারা ভাঙ্গুড়া থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়িধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ