সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালন



পাবনা প্রতিনিধি : "প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুবর্র্যালী, আলোচনা সভা, যুবচেক বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট মঙ্গলবার সকালে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এসএম নাজিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ।  উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুর মোহাম্মদ, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, মৎস্য কর্মকর্তা নাজেম উদ্দিন প্রমুখ। 

এসময় বক্তারা আত্মনির্ভরশীল আটঘরিয়া উপজেলা গড়ে তোলার লক্ষ্যে উপস্থিত যুব প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম জানান, ১২ জন যুব প্রশিক্ষণার্থীদের মাঝে ১৪ লাখ টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে  এবং অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ, এবং যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ