।। মনসুর আলম খোকন।।
পাবনার ঐতিহ্যবাহী শতবর্ষী বেড়া হাই স্কুল। বেড়া থানাসদরের প্রাণকেন্দ্রে ১৯০৬ খ্রি. স্থাপিত বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন মো: ময়নুল হক। ১১৯ বছর আগে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন বেড়ার তৎকালীন শিক্ষানুরাগী পঞ্চায়েত প্রধান নছিমদ্দিন সরকার। মো: কামাল পাশা এই স্কুলের ৩১ তম প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। আলীগড় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, প্রাদেশিক আইন পরিষদের সদস্য ও বেড়ার শানিলা গ্রামের জমিদার মো: আব্দুর রাজ্জাক (রাজা মিঞা) ১৯৫৮ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যালয়টিতে বর্তমানে ১২ শ' ছেলে-মেয়ে পড়াশোনা করছে।
এই স্কুলটি এখনো লোকমুখে এমই স্কুল হিসেবে পরিচিত। এমই অর্থাৎ মাইনর ইংলিশ স্কুল। ১৯৫১ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটি 'মাইনর ইংলিশ স্কুল' হিসেবে শিক্ষাকার্যক্রম চলমান ছিল। ১৯৫২ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও প্রাথমিক দুটি পৃথক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। বেড়া হাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ হয়েছে প্রাথমিক স্কুলটির। ১৯৫২ সালে বেড়া হাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছিলেন শ্রী তারাপদ রায়। তিনি ১৯৭৬ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। ২০১০ সাল থেকে মো: মহিউদ্দিন এই স্কুলটির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
লেখক: শিক্ষক ও সাংবাদিক।
0 মন্তব্যসমূহ