সর্বশেষ

6/recent/ticker-posts

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পার্টি, মুক্ত মানুষের সংগঠন




Bangladesh Independent Party (BIP)

Base: Democracy

Ideology: Bengali Nationalism 

প্রতীকঃ বাংলাদেশের মানচিত্রে স্বাধীনতার প্রতিক

Trade Mark : শাপলা

প্রেক্ষাপটঃ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, এ দেশের উন্নয়ন প্রক্রিয়াধীন থাকে এবং উন্নত প্রক্রিয়ায় সংবিধান রচিত সেই সাথে শাসন প্রক্রিয়াও। দলীয় স্বার্থে নেতাগণের তেমন কোনো ভূমিকা পরিলক্ষিত হয় না বরং দলীয় কোন্দলে নেতাগণের শক্তির জোড় প্রত্যক্ষ হয়। পরাক্রমশীলতা, দাপট ও দলীয় ঐতিহ্যের কাহিনী নিয়ে গঠিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্য ছিল সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল মানুষের স্বাধীনতা। এসব ক্ষেত্রে সাম্যতা অর্জিত হয় নাই আর স্বাধীনতাতো দূরের কথা। সাম্যতা ব্যাতিত স্বাধীনতা কল্পনাতীত। শ্রমিক ঠকিয়ে অর্থনৈতিক সাম্যতা অসম্ভব। কৃষক ঠকিয়ে বাংলার ঐতিহ্যের সংরক্ষণ অসম্ভব। অপেক্ষাকৃত অনগ্রসর মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে ধনতান্ত্রিক সমাজব্যাবস্থা কয়েম করা যায় কিন্তু দেশের মানুষের কল্যাণ সাধিত হয় না। দূর্বল, দূর্নীতিপরায়ন, অদক্ষ ও অদূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত। এসব নেতারা সেকেলে ধ্যান-ধারণা নিয়ে সমস্যা মোকাবেলা বা রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চায় ফলে তাদের শাসনে অপশাসন পরিলক্ষিত হয়। ব্যাক্তিপূজা, সাম্রাজ্যবাদ ও স্বৈরাচারি মনোভাবাপন্ন এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। ফলে রাজনৈতিক-সংগঠনসমূহের মধ্যে ব্যাক্তিকেন্দ্রিক রেষা-রেষি বিদ্যমান। বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ মানুষ অশিক্ষিত। এদের মূর্খ বলে অবজ্ঞার দৃষ্টিতে দেখে স্বীকৃত নেতাগণ। বাংলাদেশের অধিকাংশ মানুষ সামাজিক ও নৈতিকতার দৃষ্টিকোণ থেকে শিক্ষিত। এরা তেমন কোনো উচ্চবাচ্য করে না। মুসলিম প্রধান দেশ হিসাবে বাংলাদেশ পরিচিত। এদেশে এখনো জমিদার বা সামন্তপ্রভূর কর্তৃত্ব বিদ্যমান। এলাকার একজন গণ্যমান্য ব্যাক্তিকে চিহ্নিত করে ফায়দা লোটা অত্যান্ত সহজ। চোখরাঙিয়ে বা ধমকদিয়ে শাসনকার্যে পারদর্শী বাক্তিগণও আজ মর্যাদার আসনে অধীষ্ঠিত। এরা  সাধারণত উচ্চশিক্ষিত, শিক্ষিত  বা অশিক্ষিত পূর্ববংশ জমিদার হিসাবে আখ্যায়িত, ঐতিহ্যবাহী হিসাবে পরিচিত এম.পি বা মন্ত্রী মহোদয়ের ঘনিষ্ঠজন বা পদ-পদবী দ্বারা প্রখ্যাত ইত্যাদী । বৈচিএময় বাংলার মানুষের জীবন।

রাজনীতিতে আধুনিকতার সূচনাঃ ইংরেজ উপনিবেশিকতা সৃষ্টির ফলে বাংলার মানুষের মধ্যে জ্ঞান-বিজ্ঞানের শিক্ষার আগ্রহ সৃষ্টি হয়। প্রচলিত শাসন ব্যাবস্থা ইংরেজদের অবদান। গণতান্ত্রিক ধারণা তাদেরই সৃষ্টি। এই গণতন্ত্র দিয়ে মানুষকে যেমন বোকা বানানো সহজ তেমনি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে রাজনৈতিক দলের বিশেষ গুণাবলী অর্জন কারও সহজ। সহজপ্রাণ বাঙালী জাতি জানে তাদের বিধাতা তাদের রক্ষা করবেন। কুসংস্কার ও কুপমূন্ডতা থেকে মুক্তিরপথ শিক্ষা। শিক্ষা ব্যাতিত কখনো কোনো জাতি উন্নত হতে পারে না। এজন্য Mathu Arnold বলেছেন-‘The basic education for the children must be ensured it the nation. really wishes to be developed.’

সময়ের পরির্বতনের সাথে উক্ত বাক্যের-পরিবর্তিত রূপঃ ‘The analytical education for the children must be ensured if the nation really wishes to understand the process of development in the changing world’.

প্রথম উক্তিতে শিক্ষা মানুষের মূল্যবোধ, অধিকারবোধ ও মানবিকতাবোধ প্রভৃতি বিষয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। এই শিক্ষা দ্বারা আধুনিক ও প্রগতিশীল ধ্যানধারণার উদ্ভব ঘটে।

দ্বিতীয় উক্তিতে শিক্ষা জ্ঞান-বিজ্ঞান দ্বারা প্রভাবিত করানোকে বোঝানো হয়েছে। এ পদ্ধতিতে সচেতনতা প্রকাশের নয়া কৌশলের নয়া দিগন্তের উন্মোচন হয়েছে। আধুনিক ও প্রগতিশীল চেতনার বিকাশ সাধন বিশ্লেষণমূলক শিক্ষাদ্বারা স্বচ্ছ,অবাধ ও গ্রহনযোগ্য হয়। শিক্ষাক্ষেত্রে উভয় ধরনের শিক্ষাদ্বারা পরিচালিত। তবে প্রশ্নপত্র উভয় ক্ষেত্রে অপরিহার্য কেননা পরীক্ষা নিরীক্ষা ব্যাতিত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না।  বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে সহজলভ্য তথ্য অধিকার এর মাধ্যমে দক্ষ ও সচেতন বা জ্ঞান-বিজ্ঞান দ্বারা শিক্ষিত নাগরিকগণ সার্বিক উন্নয়ন সাধনে ‘সুশামন’ (Good Governance) কে রাষ্টের অপরিহার্য উপাদান হিসাবে চিহ্নিত করেছেন। বিশ্বব্যাংক ও UNDP এর মতে- সুশাসনের মাধ্যমেই একটি রাষ্টের নাগরিকগণ তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্খা সমহূকে প্রকাশ করতে পারে এবং তাদের অধিকার ভোগ করতে পারে’।

পরিবর্তনশীল বিশ্বে উন্নয়নও পরিবর্তনশীল। শিল্প বিপ্লবের পর প্রযুক্তির বিকাশ উন্নয়নের ধারাকে পরিবর্তন করছে, উন্নয়নের প্রক্রিয়াকে উন্নততর করেছে। রাজনৈতিক আশা-আকাঙ্খাও পরিবর্তিত হয়েছে।আমারা উন্নত ও প্রগতিশীল জাতি বিনিমার্ণে প্রযুক্তির বিপ্লবকে স্বাগত জানাই।

রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্যঃ জনগণের আশা-আকাঙ্খার প্রতীক রাজনৈতিক সংগঠন। স্বদেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বা আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধনের লক্ষে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়ন করা রাজনৈতিক সংগঠনের প্রধান লক্ষ্য। রাজনৈতিক সংগঠণ সাধারনত রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও কর্মসূচি জনগণের নিকট পেশ করার লক্ষ্যে প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে জনমত গঠন করে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়। রজনৈতিক সংগঠন এমন নেতা বা প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন। জাতীয় সার্থ সংঘক্ষণ ও মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করেন রাজনৈতিক-সংগঠন'। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের উন্নয়নের জন্য এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক সংগঠন পড়ে ওঠে। অধিকার আদায়ের সংগ্রাম করে রাজনৈতিক সংগঠন। সামাজিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক নেতাগণ জনগনের সথে সংগ্রামে একক সত্বায় আবির্ভূত হয়। অর্থনৈতিক সম্যতা নিশিতকরণ এবং পূর্ণস্বাধীনতা প্রাপ্তির লক্ষ্যে নিরলস পরিশ্রম ও সাধনার মাধ্যমে রাজনৈতিক সংগঠণ পূর্ণতা প্রাপ্ত হয়। বক্তব্য, বিবৃতি, সংগ্রাম, আলোচনা, সমালোচনা, প্রস্তাবনা প্রভৃতি নেতৃত্ব বিকাশের উপাদান। এগুলোর মাধ্যমে নেতার গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও দূরদর্শিতা ফুঁটে ওঠে। পরিবর্তনশীল বিশ্বের উন্নত জাতীর সাথে প্রতিযোগীতাপূর্ন জাতি বিনির্মাণ করতে রাজনৈতিক সংগঠন বিশেষ ভূমিকায় আবির্ভূত হয় এবং এর বাস্তবায়নের জন্য নতুন নতুন কৌশল উদ্ভাবন করে জাগরণ সৃষ্টি করে।এজন্য নেতার মূল্যবোধ, নৈতিকতা ও কর্তূত্বে নতুন মাত্রা হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার সংযোজন অপরিহার্য। রাজনৈতিক সংগঠন চায় দূঢ়মনোভাবাপন্ন, আপোষহীন, আদর্শ, নৈতিকমূল্যবোধসম্পন্ন ও গ্রহণযোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সকল শ্রেণীর সকল মানুষের সাথে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সূদৃঢ় করবে এবং শ্রেণীতে -শ্রেণীতে সকল ক্ষেত্রে সাম্যতা নিশ্চিত করবে, জনকল্যানমূলক কৃতকাজের  মধ্যমে রাষ্ট্রের উন্নতি সাধন করবে এবং তা সংরক্ষণ করবে । 


দেওয়ান ইন্তাজ আলী (ইমতিয়াজ) 

সভাপতিঃ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পার্টি

স্লোগন: জয় জয় হবে জয় বি.আই.পির হবে জয় 


Bangladesh Independent party (BIP)

Projects সমূহঃ 

1. Educational and Social Development (ESD)

2. Communication and Business Development (CBD)

-National and International

3. Socio-Economic Development (SED)

4. Equality at Every Case (EEC)  

Enquiry Board: Bangladesh independent Council (BIC) 

-Modern and progressive

Organization: World Economic Equality. (WEE)

Heritage And History: Bangabandhu Common Council (BCC)

A political institution.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ