![]() |
ফাইল- ছবি |
পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে একটি মেয়ে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম ঘটনাস্থল থেকে জানান, নাটোরের গুরুদাসপুর এলাকা থেকে নদীর স্রোতে ভেসে আসা আনুমানিক ৫/৬ বছর বয়সী একটি অজ্ঞাতনামা মেয়ে শিশুর লাশ উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া পয়েন্টে পাওয়া যায়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, লাশটি প্রায় ৪/৫ দিন আগের হওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে এবং এখন পর্যন্ত শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মঞ্জুরুল আলম।
0 মন্তব্যসমূহ