সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় এক মাদ্রাসার পরিচালকের মাথা ফাটালেন আরেক মাদ্রাসার পরিচালক

 


রবিউল রনি: মাদ্রাসায় ছাত্র ভর্তি নিয়ে ঝামেলার জেরে পার্শ্ববর্তী মাদ্রাসার পরিচালকের মাথায় হাতুড়ি দিয়ে মেরে রক্তাক্ত করে পালিয়ে যাওয়ার সময় জনগণ ধরে পুলিশে দিয়েছে আরেক মাদ্রাসার পরিচালককে।

উক্ত ঘটনায় মাথায় হাতুড়ির আঘাতে আহত হন পাবনার পাওয়ার হাউস মোড়ে অবস্থিত মারকাজুল উলুম হযরত সালমান ফারসি (রা:) মাদ্রাসার পরিচালক মোঃ মানিক। তাকে আঘাত করেন খেয়াঘাট মোড়ে অবস্থিত তাহফিজুল কোরআন মাদ্রাসা মাদ্রাসার পরিচালক আশরাফ আলী।

এছাড়াও আঘাত করে পালিয়ে যাওয়ার সময় আশরাফকে আটকাতে গেলে বিষাক্ত রাসায়নিক পেপার স্প্রে করে পালিয়ে যেতে চায়। এসময় হাতুড়ির আঘাতে আহত হন পৌর যুবদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন মুন ।

সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাতটার দিকে আরএম একাডেমীর গলির মাথায় আব্দুল হামিদ রোডে ঘটনাটি ঘটে। উক্ত ঘটনার জেরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, এই দুই পরিচালক একই মাদ্রাসায় চাকরি করতেন পরবর্তীতে পাশে আরেকটি মাদ্রাসা স্থাপন করে ব্যবসা করতে গেলেই বাঁধে বিপত্তি। এর আগেও বিভিন্ন সময়ে এই দুই মাদ্রাসার পরিচালকের মধ্যে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে কয়েকবার দরবার শালীসও হয়েছে  বলে জানা গেছে।

একজন মাদ্রাসার পরিচালক হয়ে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার ও হাতুড়ি দিয়ে সন্ত্রাসী স্টাইলে যে আঘাত করে কথিত আশরাফ হুজুর এ বিষয়ে নিন্দা জানিয়েছে জেলা বিএনপির নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, ঝামেলার সময় বিষাক্ত রাসায়নিক ব্যবহার করার জন্য ও হাতুড়ি ব্যাবহার করার কারনে মনোনয়ন হোসেন মুন একটি মামলা দায়ের করেন। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ