পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের ভাঙা অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়েছে চারটি আন্তঃনগর ট্রেন। মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া পৌরসদরের উত্তর সারুটিয়া এলাকায় ঈশ্বরদী-ঢাকা রেললাইনে আট ইঞ্চি ভাঙা অংশ দেখতে পান পথচারীরা।
ভাঙ্গুড়া রেলস্টেশন মাস্টার আরিফুল ইসলাম বলেন, সকালে পথচারীদের মাধ্যমে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাই। পরে মিস্ত্রিরা গিয়ে উত্তর সারুটিয়া এলাকায় রেলের ব্লক জয়েন্টে আট ইঞ্চি ফাটল দেখতে পান।
তিনি আরও বলেন, রেললাইনে সমস্যা দেখা দেওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস সকালে বড়াল ব্রিজ রেলস্টেশনে ৪৮ মিনিটের মতো দাঁড়িয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে মিস্ত্রিরা ভাঙা স্থান কিছুটা মেরামত করে এবং বাকিটায় পাটের ছালা দিয়ে ধীরে ধীরে ট্রেনটি পার করেন। এর পর আন্তঃনগর নীলসাগর এবং আরও দুটি ট্রেন এভাবে পার করা হয়।
মেরামতের পর দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
0 মন্তব্যসমূহ