সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান


সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে ফুটপাত দখল, অবৈধ দোকান স্থাপন এবং মোটরযানের অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পাবনা পৌরসভা। মঙ্গলবার ৬ মে বিকাল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে পরিচালিত এই অভিযান চলাকালে ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট, স্থায়ী-অস্থায়ী কাঠামো, এবং নিয়মবহির্ভূতভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ও যানজট নিরসনে এই ধরনের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়—কেউ যেন রাস্তা ও ফুটপাত দখল না করেন এবং যানবাহন সঠিক নিয়মে পার্ক করেন।

এই অভিযানকে ঘিরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিতভাবে এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ