সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা





শুক্রবার পাবনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা মাঝারি তাপপ্রবাহ বলে জানিয়েছেন ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন। তিনি জানান বাতাসের আদ্রতা ছিল ৩৮ শতাংশ। চলমান দাবদাহ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

তীব্র গরমে ছন্দপতন ঘটেছে সাধারন মানুষের জীবনে। এদিন সকাল থেকেই তীব্র রোদ আর গরমের কারণে মানুষের স্বাভাবিক চলাফেরা ছিল কম। নিম্নআয়ের মানুষ রোদে ও গরমে কাজ করতে পারছেন না। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

সকাল থেকে শহর ঘুরে দেখা গেছে, রিকশা ও ভ্যানচালকরা কাজ করতে হাঁপিয়ে ওঠছেন। অনেককে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে। রোদ-গরমের মধ্যেই অনেক দিনমজুরকে জরুরি কাজ করতে দেখা গেছে। ঘামে তাদের পুরো শরীর ভিজে গেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ