সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার



পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুজ্জামান পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে উপজেলার রূপপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুজ্জামান পিন্টুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে ঈশ্বরদীর অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক থাকলেও সাইফুজ্জামান পিন্টুর নামে কোনো মামলা না থাকায় সে ইউনিয়ন পরিষদের নিয়মিত অফিস করছিলেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা তদন্তে সাইফুজ্জামান পিন্টু চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ