সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সম্পাদক ইমরুল কায়েস কাব্য
প্রায় দুই যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও ইমরুল কায়েস কাব্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে রবিবার (২০ এপ্রিল) বিকেল ৬টায় ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
কমিটিতে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে শরিফুল ইসলাম, সহ-সভাপতি পদে সানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক পদে বায়েজিদ ইসলাম রিমন নির্বাচিত হয়েছে।
এর আগে কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ৫টি বুথে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইন ধরে পছন্দের প্রার্থীকে ভোট দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।
সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী জানান, সম্মেলনকে সামনে রেখে ২ হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়। তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ২ হাজার ২ জনকে। আর সম্মেলনে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা তাই গণতান্ত্রিক ধারা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে আরো বেশি উন্নত করবে। সাম্য মানবিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ নেতৃত্ব শিক্ষার্থীরা কাজ করবে। পরবর্তী স্তরে এই নেতৃত্ব তাদের বিকশিত করবে।’
নবনির্বাচিত সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাস রাকিব বলেন, ‘‘আমি চাই সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে এই ক্যাম্পাসকে আরো বেশি সুন্দর, সুশৃঙ্খল, মাদক, সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করবো। শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস কীভাবে করা যায়, সেই লক্ষ্যে কাজ করবো। শিক্ষার্থীরা আজ আমাকে যে দায়িত্ব দিলেন তা আমি সম্মান ও ভালোবাসার সঙ্গে পালন করার চেষ্টা করবো।’’
সর্বশেষ ২০০২ সালে সরকারি পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
0 মন্তব্যসমূহ