পাবনায় গত ১১ ফেব্রুয়ারি রাতে একজন নারীকে জোরপূর্বক ধর্ষণ করে মোঃ মিলন হোসেন (৩০) নামে এক যুবক। এবং ধর্ষণের বিষয়ে কাউকে জানাজানি করলে ঐ নারীকে এবং তার সন্তানকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এক পর্যায়ে ঘটনার শিকার নারী বাদী হয়ে আদালতের মাধ্যমে পাবনা সদর থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে র্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র্যাব-২, সিপিসি-৩ ঢাকা আগারগাঁও এর যৌথ আভিযানিক দল র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তা গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর দারুস সালাম থানার ভোলারটেক এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মোঃ মিলন হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতার মিলন হোসেন পাবনা সদর থানার চর রাধাকান্তপুর গ্রামের মোঃ ইসলাম সরদারের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছন র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

0 মন্তব্যসমূহ