সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় বাবা ও ভাইয়ের সদ্য মৃত্যু শোক বুকে চেপে পরীক্ষার হলে দুই শিক্ষার্থী


মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: সদ্য বাবা ও ভাইয়ের মৃত্যুর শোক বুকে চেপে রেখে এসএসসি পরীক্ষায় বসতে হয়েছে আবদুল্লাহ আল মামুন ও মো. আকাশ শেখ   নামের দুই শিক্ষার্থীকে। পাবনার সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে  ঘটনাটি ঘটেছে। বরিবার (২৭ এপ্রিল) সকালে বাবার  ও ভাইয়ের লাশ দাফন করে পরীক্ষাকেন্দ্রে যায় তারা দুজন ।

জানা যায়, আকাশ শেখ পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী। তার বাবার নাম জাফর শেখ (৪৫)। তার বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামে। অপরদিকে আবদুল্লাহ আল মামুন উপজেলার ধুলাউরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম আনছার আলী। তার বাড়ি উপজেলার ধুলাউরি ইউনিয়নের নতুনপাড়া গ্রামে। 

এলাকাবাসী জানান, আকাশ শেখের বাবা হার্টের রোগী ছিলেন। তিনি দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন। হঠাৎ করে তিনি হার্ট স্ট্রোক করে মারা যান।

কেন্দ্র সচিব আজিবর রহমান জানান, নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো: আকাশ শেখের বাবা জাফর শেখ মারা যান শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে।

অন্যদিকে ধুলাউড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের ভাই মারা যান শুক্রবারে (২৫ এপ্রিল)।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, গতকাল পরীক্ষা কেন্দ্রে গিয়ে আমি শোকাহত ছেলে দুটির খোঁজ নিয়েছি। তাদেরকে সাহস, শান্ত্বনা ও উৎসাহ দিয়েছি। তিনি বলেন, খুব দু:খজনক ঘটনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ