সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় হাতুড়ি পেটায় রক্তাক্ত জখম- ১

 


পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় পারিবারিক কলহের জেরকে কেন্দ্র করে চাঁদু মিয়া ওরফে চাঁদুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ ২০ এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে আটঘরিয়া কলেজপাড়া গ্রামে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, আটঘরিয়া পৌর সভার কলেজপাড়া এলাকার  আনোয়ার হোসেন ছেলে চাঁদু মিয়া ও আসাদ গং এর সাথে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন  বিরোধ চলে আসছে। 

এদিন সন্ধ্যায় আটঘরিয়া বাজার থেকে চাঁদু মিয়া বাড়িতে যাচ্ছিলেন। 

চাঁদু তার বাড়ির সামনে যাওয়া মাত্রই একই এলাকার রজব আলীর ছেলে আসাদ গং হাতুড়ি দিয়ে চাঁদুকে এলোপাথারী ভাবে পিটিয়ে হাত, পাঁ  মাথায় ব্যাপক মারপিট করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। 

পরে চাঁদুর আত্মচিৎকার আশপাশের লোকজন ছুটে আসে দ্রুত রক্তাক্ত জখম অবস্থায় চাঁদুকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত চাঁদু মিয়া বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ