সর্বশেষ

6/recent/ticker-posts

দেবোত্তরে দিনে দুপুরে তালা ভেঙে ৩০ লাখ টাকার মালামাল চুরি

 

ছবিটি প্রতিকী


আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় দিনে দুপুরে গ্রামীণ ব্যাংক একদন্ত শাখার ম্যানেজার মিজানুর রহমানের বাসায় তালা ভেঙ্গে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে।  

এসময় চোরের দল  নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা, ১৮ থেকে ২০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।  এতে বাড়ির মালিক মিজানুর রহমানের প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১২ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটার সময় দেবোত্তর সার ও বীজ গোডাউনের পাশে রুহুল আমিন ওরফে রেকাত আলীর তয়তলা ভাড়াটিয়ার বাসায়। 

মিজানুর রহমান জানান, দেবোত্তর সার বীজ গোডাউনের পাশে রুহুল আমিন ওরফে রেকাত আলীর বাসার ৩য় তলার দক্ষিণ পাশে আমি স্বপরিবারে ভাড়া থাকি। ঘটনার দিন 

সকাল সাড়ে নয়টার দিকে আমার স্ত্রী মেয়েকে নিয়ে পাবনা কোচিংয়ে চলে যায়। আমি আমার কর্মস্থলে বের হয়ে যাই। 


এই সুযোগে সংঘবদ্ধ চোরের দল আমার রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শো-কেস, আলমারিসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভেঙে নগদ টাকা ও স্বর্ণংকার চুরি করে নিয়ে যায়। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ