চাটমোহর পৌর শহরে খাবারের সন্ধানে একটি মুখপোড়া বড় হনুমান ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন বাসা-বাড়ির প্রাচীরের উপর কিংবা গাছের ডালে অবস্থান করছে হনুমানটি। অনেকেই খাবার এনে দিচ্ছে এই বন্য প্রাণীকে।
শিশুরা দলবেঁধে বিরক্ত করতেও ছাড়ছে না হনুমানটিকে। অনেকে ঢিল ছুঁড়ছে। কেউ আবার হনুমানকে বিরক্ত না করার জন্য আহ্বান জানাচ্ছে।
গতকাল দুপুরে মুখ পোড়া হনুমানকে চাটমোহর পৌরসভার মহল্লায় বিচরণ করতে দেখা যায়। মহল্লার অনেককেই হনুমানটিকে খাবার দিতে দেখা গেছে।

0 মন্তব্যসমূহ