সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, আবেদন ডাকযোগে


 জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ১৪ বিভাগে ১৬ শিক্ষক নিয়োগে ৮ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ এপ্রিলের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।


প্রতিষ্ঠানের নাম: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি);


১. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);


বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);


৩. পদের নাম: অধ্যাপক;


বিভাগ: নগর ও অঞ্চল পরিকল্পানা;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);


আরও পড়ুন: নোবিপ্রবি বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৬


৪. পদের নাম: অধ্যাপক;


বিভাগ: ফর্মেসি;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);


৫. পদের নাম: অধ্যাপক;


বিভাগ: রসায়ন;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);


৬. পদের নাম: অধ্যাপক;


বিভাগ: পরিসংখ্যান;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);


৭. পদের নাম: অধ্যাপক;


বিভাগ: ট্যুরিজম এন্ড হসপিটালিপি ম্যানেজমেন্ট;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);


৮. পদের নাম: অধ্যাপক;


বিভাগ: অর্থনীতি;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৬৫,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);


৯. পদের নাম: সহযোগী অধ্যাপক;


বিভাগ: আর্কিটেকচার;


পদসংখ্যা: ২টি;


বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);


১০. পদের নাম: সহযোগী অধ্যাপক;


বিভাগ: ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);


আরও পড়ুন: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৩১


১১.পদের নাম: সহযোগী অধ্যাপক;


বিভাগ: রসায়ন;


পদসংখ্যা: ২টি;


বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);


১২. পদের নাম: সহযোগী অধ্যাপক;


বিভাগ: ট্যুরিজম এন্ড হসপিটালিপি ম্যানেজমেন্ট;


পদসংখ্যা: ২টি;


বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);


১৩. পদের নাম: সহযোগী অধ্যাপক;


বিভাগ: ইতিহাস;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);


১৪. পদের নাম: সহকারী অধ্যাপক;


বিভাগ: রসায়ন;


পদসংখ্যা: ১টি;


বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৪);


আরও পড়ুন: ২৫,৩৮৩-৬৩,৪৫৬ বেতনে চাকরি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, নেবে অফিসার


আবেদনের যোগ্যতা—


অধ্যাপক পদের ক্ষেত্রে—


*সংশ্লিষ্ট বিভাগ হতে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;


*ফার্মেসি বিভাগের জন্য বি.ফার্ম এবং এম. ফার্ম ডিগ্রি থাকতে হবে;


*স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;


*আর্কিটেকচার বিভাগে ৫ বছর মেয়াদী পরীক্ষায় সিজিপিএ ৩.২৫ থাকতে হবে;


*স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ১০ বছরসহ মোট ২২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৭ বছরসহ মোট ১৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৫ বছরসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*স্বীকৃত কোন জার্নালে (পিয়ার রিভিউড) সর্বোমোট ন্যূনতম ১২টি প্রকাশনা থাকতে হবে, সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬টি প্রকাশনা থাকতে হবে এবং First Author/Corresponding Author হিসেবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাাকতে হবে ও মোট প্রকাশনার ন্যূনতম ২টি প্রকাশনা ইমপ্যাক্ট/Indexed জার্নালে প্রকাশিত হতে হবে;


সহযোগী অধ্যাপক পদের ক্ষেত্রে—


*সংশ্লিষ্ট বিভাগ হতে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;


*স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;


*আর্কিটেকচার বিভাগে ৫ বছর মেয়াদী পরীক্ষায় সিজিপিএ ৩.২৫ থাকতে হবে;


*ইতিহাস বিভাগের ক্ষেত্রে সিজিপিএ যে কোন একটিতে ন্যূনতম ৩.৫০ এবং অন্যটিতে সিজিপিএ ন্যূনতম ৩.২৫ থাকতে হবে;


*স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৭ বছরসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬ বছরসহ মোট ৯ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৪ বছরসহ মোট ৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*স্বীকৃত কোন জার্নালে (পিয়ার রিভিউড) সর্বোমোট ৬টি প্রকাশনা থাকতে হবে, সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে এবং First Author/Corresponding Author হিসেবে ন্যূনতম ২টি প্রকাশনা থাাকতে হবে ও মোট প্রকাশনার ন্যূনতম ১টি প্রকাশনা ইমপ্যাক্ট/Indexed জার্নালে প্রকাশিত হতে হবে;


সহকারী অধ্যাপক পদের ক্ষেত্রে—


*সংশ্লিষ্ট বিভাগ হতে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;


*স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;


*স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;


*স্বীকৃত কোন জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে First Author ন্যূনতম ১টি প্রকাশনা থাাকতে হবে;


চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);


প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;


আবেদন যেভাবে— 


আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;


আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 


রেজিস্টার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), রাজাপুর,পাবনা ৬০০০ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে।


আবেদন ফি: আবেদন ফি বাবদ ৬০০ টাকা পাঠাতে হবে;


আবেদনের শেষ তারিখ: আগামী ৩ এপ্রিল ২০২৫;


আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ