সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা প্রেসক্লাবে স্যামসন এইচ চৌধুরীর স্মরনসভা অনুষ্ঠিত

 


বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনা প্রেসক্লাবের সম্মানীয় জীবন সদস্য ও দেশ বরন্যে শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী ছিলেন আজীবন সংগ্রামী ও দেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনরে প্রথম সারির যোদ্ধা। তিনি শৃংখলা বা নিয়মানুর্বততিার কথা মুখে বলতেন না। তিনি ছিলেন পরিপুর্নভাবে একজন ডিসিপ্লিন্ড মানুষ। একজন সফল, সুখী এবং পরিপুর্ন মানুষ হিসেবে স্যামসন এইচ চৌধুরীর মৃত্যু হয়েছে। আর প্রয়ান দিবসে সবাইকে নিয়ে আমরা তার সফলতার গল্প, সততার গল্প সহ দেশপ্রেমের কথাগুলো স্মরণ করি। বক্তারা বলনে, স্যামসন এইচ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও র্অথনতেকি মুক্তরি পথ প্রর্দশক। 

রোববার (০৫ জানুয়ারি) রাতে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসেক্লাব অডিটোরিয়ামে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। 

পাবনা প্রেসেক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সাহিত্য সংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবাজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক  মুক্তার হোসেন, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন মিয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, লায়ন ইউনুস আলী বিশ্বাস প্রমুখ। 

স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম। স্মরণ সভার শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মনিটি নিরবতা পালন করা হয়। 

বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালরে ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরদিপুর জেলার কাশীয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহন করনে। স্যামসন চৌধুরী ভারতে পড়াশুনা শেষ করে ১৯৫২ সালে পাবনা জেলার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করনে। তার বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন একটি ফার্মেসির মেডিকেল অফিসার। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ