সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ফুল কপির ব্যাপক দরপতন

 


ছবিটি প্রতিকী ও এআই জেরারেটেড


পাবনা জেলার বিভিন্ন পাইকারি বাজারে ফুলকপির দাম কমে গেছে। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। এমন চমকপ্রদ দরপতনে ক্রেতারা খুশি হলেও কৃষক ও বিক্রেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।  

বাজার বিশ্লেষকদের মতে, চলতি মৌসুমে ফুলকপির উৎপাদন আশানুরূপ বেশি হয়েছে। এর ফলে সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি, যা দাম কমার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। এছাড়া স্থানীয় বাজারে সঠিকভাবে বিপণন ব্যবস্থা গড়ে না ওঠা এবং দূরবর্তী বাজারে পণ্য পরিবহনে অসুবিধা এই সমস্যাকে আরও প্রকট করেছে।  

ফুলকপির দাম কমায় ক্রেতারা বেশ উচ্ছ্বসিত। স্থানীয় এক ক্রেতা হাসান আলী বলেন,  আগে এক কেজি ফুলকপির দাম দিতে হতো ৩০ থেকে ৪০ টাকা। এখন ১০ টাকায় পাচ্ছি। এতে পরিবারের বাজেট অনেকটাই বাঁচছে।  

আরেক ক্রেতা জেসমিন আক্তার বলেন, এই দাম সারা বছর থাকলে ভালো হতো। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা স্বস্তির খবর। 

তবে কৃষকদের জন্য এই দরপতন এক ধরনের বিপর্যয় ডেকে এনেছে। পাবনার সুজানগর উপজেলার কৃষক হানিফ মোল্লা বলেন,  এত কষ্ট করে চাষ করি। সারের দাম, সেচের খরচ—সব মিলে ফুলকপির উৎপাদন খরচই উঠে আসছে না। ১০ টাকায় বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে।

আরেকজন কৃষক মুকুল শেখ বলেন,  কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে আমরা চাষ বন্ধ করতে বাধ্য হব। সরকার যদি সঠিক উদ্যোগ না নেয়, তাহলে পরের মৌসুমে এই ফসল চাষ করা অসম্ভব হয়ে যাবে।

পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন,  পাইকারি বাজারে ফুলকপির এত বেশি সরবরাহ যে বিক্রি করতে হিমশিম খাচ্ছি। মজুত রাখারও উপায় নেই। তাই কম দামে বিক্রি করছি।

আরেক বিক্রেতা সাইফুল ইসলাম বলেন,  সরবরাহ কমানোর কোনো ব্যবস্থা নেই। কৃষকরা যখন বাজারে ফুলকপি নিয়ে আসেন, তখন আমরা বাধ্য হয়ে কম দামে কিনি। ফলে নিজেরাও লাভ করতে পারি না।  

বিশেষজ্ঞরা মনে করেন, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। উৎপাদিত পণ্য সংরক্ষণ ও দূরবর্তী বাজারে পণ্য পরিবহনের ব্যবস্থা গড়ে তুলতে পারলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন। একই সঙ্গে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।  

দরপতন সাময়িক হলে কৃষকরা কিছুটা স্বস্তি পেতে পারেন। তবে দীর্ঘমেয়াদে এভাবে দাম কমতে থাকলে কৃষি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ