রবিউল রনি: পাবনায় বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০১ জানুয়ারি) দুপুরে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে শহরের উদ্দেশ্যে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার এর নেতৃত্বে একটি র্যালি মূল র্যালীতে ও অনুষ্ঠানে যুক্ত হয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,পাবনা জেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সোহেল বিশ্বাস। যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রহমান নাইস, মো:ইমরান। আইন বিষয়ক সম্পাদক এ্যাড:আল মুস্তাসিম নবী নিকু।
সমাজ সেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক ফারহান কবির সেজান, ধর্ম বিষয়ক সম্পাদক মো:রাতুল, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর আহবায়ক শাওন হাসান প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি বুলবুল কলেজ, পাবনা সদর উপজেলা, ভাঙুড়া পৌর, উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল। ঈশ্বরদী পৌর, উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল।
সুজানগর পৌর,উপজেলা শাখা ছাত্রদল। সাঁথিয়া পৌর, উপজেলা শাখা ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

0 মন্তব্যসমূহ