আটঘরিয়া প্রতিনিধি: "দক্ষ যুবক গরবে দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলজড ফর আন্ডার পিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়) শীর্ষ প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।
বুধবার ১ জানুয়ারি সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, প্রাণী সম্পদ অফিসার মো: রনি, প্রেস ক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার আহবায়ক বাপ্পি, কম্পিউটার প্রশিক্ষক আবু রাসেল প্রমুখ।
উক্ত কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল আলম, মো: রকিবুল মজিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম জানান, এই প্রশিক্ষণে মোট ৪০ জন যুবক ও যুব মহিলা অংশ গ্রহণ করবে। ১০ জন করে চারটি গ্রুপে ৪০ যুবক ও যুব মহিলাকে ২ মাসব্যাপি এই প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে সার্টিফিকেট দেয়া হবে।

0 মন্তব্যসমূহ