পাবনার ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানির কম্পিউটার পদে পদোন্নতি নিয়ে মারধরের ঘটনায় মেহেদী হাসান নাঈম (২৫) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী হাসান উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামের মাসুদুল হক মুক্তারের ছেলে ।
পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানিতে রিসিভম্যান হিসেবে চাকরি করতেন মেহেদী হাসান। তিনি কম্পিউটারে পারদর্শী হওয়ায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছিলেন। এ পদে কয়েকদিনের মধ্যেই তার পদোন্নতি হওয়ার কথা ছিল। বুধবার সকালে অফিসে যাওয়ার পর পদোন্নতির বিষয় নিয়ে অফিস স্টাফদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে নাঈম অসুস্থ হয়ে পড়লে তাকে ইপিজেড হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন মেহেদী হাসানকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত ২টার দিকে তিনি মারা যান।

0 মন্তব্যসমূহ