ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে নিখোঁজের দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ গৃহবধূ কেয়া (২৮)। নিখোঁজ কেয়া ডেমরা চকচকিয়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে। গত ৭ (অক্টোবর) বেলা সাড়ে ৯টার দিকে নিজগ্রাম চকচকিয়া থেকে বনওয়ারীনগর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে কেয়া আর বাড়িতে ফিরে আসেনি।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তার পিতা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের সদস্যরা জানান, কেয়ার আগের সংসারে একটা মেয়ে ছিল। মেয়েটি রোড এক্সিডেন্টে মারা যায়। মেয়ের মৃত্যুর পর থেকে স্বামীর সংসারে কোন বনিবনা হচ্ছিল না। পরবর্তীতে তাদের উভয়ের ডিভোর্স হয়ে যায়। এ সময় কেয়া তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
ডিভোর্সের কিছুদিন পর আবার কেয়ার বিয়ে হয় হাট গ্রামের রাসেল নামের এক যুবকের সাথে। বিয়ের পর থেকেই কেয়া তার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের কাছে বলে সে বাজারে তার স্বামীর সাথে দেখা করবে। কেয়ার দ্বিতীয় স্বামী রাসেলের সাথে যোগাযোগ করা হলে রাসেল জানান বেশ কিছুদিন থেকে কেয়া তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন । আমি নিজে তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি। কেয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি ও বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর থানার এসআই ওয়াজেদ আলী জানান, ফরিদপুর থানায় এই মর্মে একটি জিডি করা হয়েছে। জিডি নং- ১০০৩। কেয়ার অনুসন্ধানে একটি টিম কাজ করছে। যদি কোন ব্যক্তি তার সন্ধান পায় তাহলে অবশ্যই যেন ফরিদপুর থানায় যোগাযোগ করে।
0 মন্তব্যসমূহ