আমদানির আলুতে চলছে পাবনার বাজার। ফলে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি দাম। প্রতি কেজি নতুন আলুর দাম ১০-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। অথচ বৃহস্পতিবারও এর দাম ছিল ৮০-৮৫ টাকা।
এদিকে সবজি উৎপাদনে পাবনা সমৃদ্ধ হলেও শীতকালীন সবজির দামও ঊর্ধ্বমুখী। সবজিসহ নিত্যপণ্যের অতিরিক্ত দামে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। তবে মুড়িকাটা পেঁয়াজ ওঠায় কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১০-২০ টাকা কমেছে।
পাবনার বড় বাজার ও লাইব্রেরি বাজারসহ কয়েকটি বাজারে দেখা যায়, মুলা, কপি, বেগুন ও শিমসহ শীতকালীন বিভিন্ন সবজি উঠেছে। তবে দাম বেশি।
এরমধ্যে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, ফুলকপি ৭০-৮০, বাঁধাকপি ৫০, বেগুন ৬০, কালো বেগুন ৪০ ও শিম ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল বিক্রি হচ্ছে ৬০, মিষ্টি কুমড়া ৪৫-৫০, পেঁপে ৪৫, হাইব্রিড শসা ৫০, দেশি শসা ৭০, ঢেঁড়স ৬০, কাঁচা মরিচ ৯০ টাকা কেজি। আর লাউ প্রতি পিস ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১০ টাকা, আমদানি পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় সবজির ক্ষেত নষ্ট ও আবাদ কম হওয়ায় পাবনায় সবজির সরবরাহ কম। তাই দাম বাড়তি।

0 মন্তব্যসমূহ