বুধবার ৬ নভেম্বর ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ২ যুবক গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
এরা হলো মুন্সিগন্জ জেলার সিরাজদিখান উপজেলার পেতাদিয়া এলাকার নূর বক্স হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৩২) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মানত্রী এলাকার কুতুবউদ্দিনের ছেলে বায়োজিদ হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা সূত্রে জানাগেছে, সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে সান্টিংরত একটি ইঞ্জিনের সামনে আকস্মিকভাবে মিজানুর রহমান ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
কিন্তু তার ২ টি পা হাঁটুর নীচে কেটে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়। উপস্থিত লোকজন ও রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাধ্যমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কিন্তু তার অবস্থা আশংকা জনক হওয়ায় পরবর্তীতে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্হানান্তর করা হয়।
আহত ঐ যুবক জানায়, এলাকায় কাজকাম না পাওয়ার কারণে পরিবারের লোকজন তাকে নানাভাবে ভর্তশনা করতো। একারণে মনের কষ্টে বাড়ী থেকে কাজের সন্ধানে সে ঈশ্বরদী আসে। কিন্তু এখানেও কোন কাজ না পাওয়ায় অভিমানে ট্রেন ইঞ্জিনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
অন্যদিকে বেলা আনুমানিক পৌনে ৩ টার দিকে রংপুর এক্সপ্রেস নামক চলন্ত ট্রেন থেকে নামার সময় হাত ফসকে ট্রেনের চাকার নীচে পড়ে বায়োজিদ নামক এক যুবকের একটি পা ও একটি পায়ের পাঁচ আঙুল কেটে পড়ে গেছে। সে একজন মাদ্রাসার ছাত্র। সংবাদ পেয়ে স্হানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাধ্যমে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজনের অবস্থায় আশংকাজনক হওয়ায় দুজনেই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানাগেছে।
0 মন্তব্যসমূহ