সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় পুলিশী চেষ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার




পাবনার ভাঙ্গুড়ায়  চুরি যাওয়ার ১০ দিন পর ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ আটকৃত চোর সানোয়ার হোসেনের (৪২) বশত বাড়ির  গোয়াল ঘরের মেঝের মাটির খুঁড়ে একটি পাত্রে রাখা এসব উদ্ধার করেন।


পুলিশ জানান ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারের আফরোজা পারভিন ইতি ও ইকবাল হোসেন শিক্ষক দম্পতির বাসা থেকে ১০ দিন আগে দিনের বেলায় বাসার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ৮৫ হাজার টাকা চুরি করেছিল চোর। অভিযোগ পেয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত সন্দেহে পাবনা  জেলার উপজেলার সাংশানেল গ্রাাম থেকে সানোয়ার হোসেন নামে এক চোরকে আটক করে পুলিশ।


অধিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের নিকট সানোয়ার হোসেনের রিমান্ড চাইলে আদালত রিমান্ডে দেন। জিজ্ঞাসাবাদে  চোর সানোয়া হোসেনের  দেওয়া তথ্য মতে পুলিশ শুক্রবার সানোয়ারের  গ্রামের বাড়ির গোয়াল ঘরের মেঝে খুঁড়ে একটি মাটির পাত্রে  রাখা এই স্বর্ণালংকার ও টাকা গুলি উদ্ধার করেন। এই স্বর্ণালংকার ও টাকা দেখে এই দম্পতি নিজেদের বলে দাবি করেন।


ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম বলেন, ‘গত ২০ অক্টোবর সকাল ১১টার দিকে দরজার তালা ভেঙে ওই দম্পতির বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছিল।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ