সর্বশেষ

6/recent/ticker-posts

বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় চাটমোহরের ২ জনের মৃত্যু

ফাইল- ছবি

 নাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলের দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনার চাটমহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত জয়েন প্রামাণিকের ছেলে শাহ আলম (৪৭)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মৃতদেহ পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। তাদের পকেটে থাকা কাগজপত্র থেকে তাদের পরিচয় জানা গেছে। তবে কোন ধরনের যান তাদের চাপা দিয়েছে তা জানা যায়নি।

তিনি জানান, মহাসড়কের ১০ নম্বর ব্রিজটি নির্জন ও আশপাশে কোনো দোকানপাট নেই। সচরাচর এ ব্রিজ দিয়ে বড় যানবাহন চলে। তাই কোন গাড়ি চাপা দিয়ে চলে গেছে বা নিহত দুজন কোন দিকে যাচ্ছিলেন কিছুই জানা যায়নি। তবে তাদের যে কোন দ্রুতগতির যান চাপা দিয়েছে তা নিশ্চিত। মৃতদেহ দুটি বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ