ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) বেলা দু’টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। এরপর বেলা সাড়ে তিনটার দিকে শুরু হয় বৃষ্টি। কখনও গুড়ি গুড়ি আবার কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। সাথে দমকা বাতাস রয়েছে।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বৃষ্টিতে আটকে যান বিভিন্ন স্থানে। ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। কেউবা ছাতা নিয়ে জরুরী কাজে বাড়ির বাইরে বের হয়েছেন। আকাশে বেশ মেঘ রয়েছে। ফলে অবিরাম বৃষ্টি চলছে। দিনমজুর, শ্রমিকরাও বিড়ম্বনায় পড়েছেন।
অনেক স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ’ঘূণিঝড় দানা’র প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এজন্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরকম আরো দুই থেকে তিনদিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরো জানান, ’বুধবার পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
0 মন্তব্যসমূহ