পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমিনপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুর অপকর্মের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আমিনপুর থানা বিএনপি। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে আমিনপুর বাজারে বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বাবুর নেতৃত্বে স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন তারা।
সংবাদে সম্মেলনে লিখিত বক্তব্য দেন বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজ উদ্দীন। বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন রেজাউল হক বাবু বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করেছে। জোরপূর্বক জমি দখল, মাটি ও বালু উত্তোলন, মাদক ব্যবসা, অবৈধভাবে বাস মালিক সমিতি সহ বিভিন্ন সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দখলের মধ্য দিয়ে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিলো। একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু তার এসব অপকর্মের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেন নাই। কিছু বলতে গেলে বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাট, তুলে নিয়ে বর্বর কায়দায় মারধর ও নির্যাতনের পাশাপাশি মামলা দিয়ে হয়রানি করেছে। এসব কাজ তার গুন্ডা বাহিনী দিয়ে করিয়েছে।
অভিযোগে বলা হয়, এ গুন্ডা বাহিনীর প্রধান ছিলো তার আপন ভাই মোখলেছুর রহমান মকু। এছাড়া রাজ্জাক (মাটি রাজ্জাক), শেখ সাদী, হৃদয়, বিপুল, ফিরোজ, কবির, আলী ড্রাইভার, শফিকুল, সবুজ, আজিজ, মুরগী বাবু, মনছের, আসলাম ও পানিপ সহ অনেকেই এ গুন্ডাবাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পুরো উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের অত্যচারে বিএনপি নেতাকর্মীরা এলাকায় থাকতে পারেনি, দীর্ঘ কয়েক বছর পলাতক ছিলেন। ২০১৪ সালে নিজেরা বোমা পুতে রেখে উল্টো আমাদের নেতাকর্মীদের নামেই মামলা দিয়ে হয়রানি করেছে। সে মামলা খারিজ করার পরও আমাদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। এরকম মিথ্যা মামলা দিয়েছে, সেগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবার একাধিক নজির রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজেদের কৃত অপকর্মের জন্য এলাকা ছেড়ে পলাতক রয়েছেন বাবু ও তার গুন্ডা বাহিনী। আত্মগোপনে থাকা রাজ্জাকের বাড়িঘর ভাঙচুর ও তাকে অপহরণের অভিযোগ এনে সম্প্রতি আবার আমাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এর নেপথ্যেও আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু। এ মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। রেজাউল হক বাবু রাজ্জাকের পরিবারকে দিয়ে মামলা করিয়ে এখনো আমাদের হয়রানি অব্যাহত রেখেছে। যেসকল অভিযোগ এনে মামলা দেয়া হয়েছে তার সাথে আমাদের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। রাজ্জাক অপহরণ বা গুম হয়নি, প্রকাশ্যে পালিয়েছে। এলাকাবাসী দেখেছেন। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সত্য উদঘাটনের আহ্বান জানিয়ে এ মিথ্যা মামলা থেকে বিএনপি নেতাকর্মী সহ নিরাপরাধদের অব্যাহতি দেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলন শেষে বিএনপি নেতাকর্মীরা রেজাউল হক বাবু ও তার ভাই মাকলেছুর রহমান মকুসহ গুন্ডা বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সুজানগর উপজেলা যুবদলের আহব্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, আহম্মদপুর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আল ফারুক সবুজ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সামছুর রহমান সমেজ, আহম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলম, বেড়া উপজেলা যুবদলের আহব্বায়ক রাজ্জাক ফকির, বেড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক নুর সাখাওয়াত শরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব, পাবনা জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহানুর রহমানসহ অনেকেই।
0 মন্তব্যসমূহ