পাবনার ঈশ্বরদীর নতুন স্টেশন রূপপুর রেলওয়ে স্টেশনে ২ বছর পর প্রথমবারের মত এল যাত্রীবাহী ট্রেন। সোমবার সন্ধ্যায় রাজশাহীস্থ বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি কমিউটার ট্রেন রূপপুর থেকে রাজশাহী ফিরে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই স্টেশন উদ্বোধনের পর গত প্রায় ২ বছর পর কোনো ট্রেন এই স্টেশনে চলাচল করেনি। এই প্রথম রূপপুর স্টেশনে যাত্রী নিয়ে এসে একটি ট্রেন ফিরে গেছে রাজশাহীতে।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ রূপপুরে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর করানোর জন্য রেলের নিকট আবেদন করায় রেল কর্তৃপক্ষ এই কমিউটার ট্রেন রিজার্ভেশন দিয়ে রূপপুর স্টেশন পর্যন্ত একদিনের জন্য চলাচলের অনুমতি দেয় বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।
পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে ৮টি বগিসহ ট্রেন রিজার্ভ করা হয়। পরে রাজশাহী থেকে রূপপুর স্টেশনে এসে সফলভাবে রাতে ফিরে যায় ট্রেনটি।
রূপপুর স্টেশনে আসা প্রথম ট্রেনের যাত্রী পিয়াল হোসেন জানান, আমরা নতুন এই স্টেশনে প্রথম ট্রেনের যাত্রী হিসেবে এসে ভালোভাবে ফিরে গেছি।
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র আরাফাত হোসেন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী একসাথে এই ট্রেনে রূপপুরে আসতে পেরে রোমাঞ্চকর অনুভূতি উপভোগ করেছি।
সাজিদ হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা দিনভর খুব মজা করেছি, দিনটি আমাদের সব বন্ধুদের জন্য উপভোগ্য ছিল।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ্ সূফি নূর মোহাম্মদ বলেন, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহী হয়ে রহনপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর কমিউটার ট্রেনটি সপ্তাহের প্রতি সোমবার চলাচল বন্ধ থাকে। রাজশাহী থেকে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহীর শিক্ষার্থীদের নিয়ে রূপপুরে শিক্ষা সফরের জন্য বন্ধের দিন ওই ট্রেনটি ভাড়ায় বরাদ্দ নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি আবেদন করে। রেল কর্তৃপক্ষ তা অনুমোদন দিলে ট্রেনটি রাজশাহী থেকে রূপপুরে এসে আবার ফিরে যায়।
1 মন্তব্যসমূহ
আপনাদের প্রতিবেদন এ ভুল লিখেছেন,,, রাজশাহী পলিটেকনিক হবে না ওখানে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট হবে,, আসা করি এই ভুল টা ঠিক করে নিবেন।
উত্তরমুছুন