সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ শিশু শিক্ষার্থীর মৃত্যু


 সাজিদ হোসেন (১৩) নামে ঈশ্বরদীর এক শিশু শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে। সে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ার কালু প্রামাণিকের ছেলে ও জয়নগর পিজিসিবি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানাগেছে, প্রায় এক সপ্তাহ আগে সাজিদ জ্বরে আক্রান্ত হলে স্হানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এতে কোন ফল না পেয়ে ৪ দিন পর ঈশ্বরদীর এক ক্লিনিকে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৭ অক্টোবর  ভোর ৫ টায় সাজিদ মৃত্যু বরন করে।

এদিকে সাজিদের অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক কালে ঈশ্বরদীতে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই প্রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রুগী ভর্তি হচ্ছে। 

গত একমাসে ৪০ এর ও অধিক রুগী ভর্তি হয়েছে বলে জানাগেছে। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে উল্লেখিত সময়ের মধ্যে সাজিদই প্রথম অকাল মৃত্যুর শিকার হলো

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ