পাবনায় র্যাবের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলার একজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পাবনা র্যাবের আভিযানিক দল মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সুজন হোসেন (৪০) কে গ্রেফতার করে।
গ্রেফতার সুজন হোসেন ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের মোঃ ওসমান প্রামানিকের ছেলে।
আসামী সুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তূজা ।
0 মন্তব্যসমূহ