আটঘরিয়া প্রতিনিধি: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার ১৩ অক্টোবর সকালে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, আটঘরিয়া ফায়ার সার্ভিস লিডার আব্দুল রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুরাদ হোসেন সহ সাংবাদিক, সুধীজন ও ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।
এ সময় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের সচেতনা বৃদ্ধি করতে হবে, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃষ্টির দুর্যোগকেও সমান গুরত্ব দিতে হবে, দুর্যোগ প্রতিরোধ এর চেয়ে প্রশমন গুরত্বপূর্ণ, দুর্যোগ প্রশমনে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে, এর সুফল আমরা এখন পাওয়া শুরু করেছি।
0 মন্তব্যসমূহ