
পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খান।
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় জনগন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মোরতোজা আলী খান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সার্কেল এসপি (চাটমোহর সার্কেল) হাবিবুর ইসলাম , ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল করিম । মতবিনিময় অনুষ্ঠানে পুলিশ সুপার আইন শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ওসি নাজমুল হক। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর মুজাহিদ স্বপন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন রাজু। ভাঙ্গুড়া উপজেলা জামাতের সাবেক আমির ও বর্তমান পাবনা জেলা জামাতের সেক্রেটারি (তরবিয়াত) অধ্যাপক আলী আছগার। পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব, সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল । ভঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক মাহবুব উল আলম বাবলু, সদস্য সচিব মনিরুজ্জামান ফারুকসহ প্রমুখ।
0 মন্তব্যসমূহ