মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে সেলিম মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সেলিম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে ও ক্ষেতুপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে।
জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার সাথে তার ভাই সাত্তার মোল্লার র্দীঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে সাত্তারের ছেলে কালাম ও নিজাম বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে থাকে। এসময় হবিবরের ছেলে সেলিম চাচাতো ভাইদের বাঁশ কাটতে বাঁধা দেয়। এ সময় চাচাতো ভাই নিজাম সেলিমকে বুকে লাথি মেরে ফেলে দেয় ও বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। সংঘাত এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আবুল কালাম, নিজাম উদ্দিন ও মনিরুল নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম নামে একজন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
0 মন্তব্যসমূহ