সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় যৌথ বাহিনীর অভিযানে একে-৪৭ রাইফেল উদ্ধার

 


পাবনার বেড়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি নতুন মডেলের জিএসজি একে-৪৭ রাইফেল (মেইড ইন জার্মানি) উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বনগ্রামে একটি বক্সে আটকানো অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এ সময় দুটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি অয়েল ব্রাশ, একটি কাঠের বাঁট ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।

এ নিয়ে গত বুধবার থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর এই অভিযানে চার দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ৫৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্যে রিভলবার ২টি, পিস্তল ১৮টি, রাইফেল ২টি, শটগান ১১টি, পাইপগান ১টি, শুটারগান ৬টি, এলজি ৩টি, বন্দুক ৩টি, একে-৪৭ ১টি, গ্যাসগান ১টি, চায়নিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি ও এসবিবিএল ৩টি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে পাবনার সাঁথিয়া উপজেলা সেনাক্যাম্প (১০ মিডিয়া আর্টিলারি) থেকে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে একটি যৌথ দল বেড়া উপজেলার বনগ্রামে অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলটি উদ্ধার করে। পরে উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ