পাবনার আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম ১ মাসেরও বেশি সময় পর জামিন নিতে গিয়ে আদলত প্রাঙ্গন থেকে গ্রেফতার হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জানা যায়, পাবনার আটঘরিয়া চাঁদভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ওলিউল্লাহ’র সাম্প্রতিক সময়ে করা এক মামলায় আদালতে জামিন নিতে গেলে আলাদত প্রাঙ্গন থেকেই আটক হন তানভীর ইসলাম।
পরে বিজ্ঞ বিচারক তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

0 মন্তব্যসমূহ