মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলমের সভাপতিত্ব এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফয়জুল হক মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা এমএ আজিজ। এতে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. আলামিন সরকার। বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক আঞ্চলিক পরিচালক জাহাঙ্গীর আলম, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ: কাদের বিশ্বাস, ধুলাউড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, বোয়াইলমারী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হানিফ প্রমুখ।
পরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রধান অতিথি সাংবাদিক এমএ আজিজ বলেন, এখন জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরির্বতনের সময় আসনি। প্রথমে অন্তর্বর্তীকালিন সরকারকে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

0 মন্তব্যসমূহ