পাবনায় দেশের কাজে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। মুখে বাঁশি নিয়ে দুই হাত মেলে ধরে ঈশারায় সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা। মানুষের চলাচলে যেন অসুবিধা না হয় এবং সড়কে যেন কোন দুর্ঘটনা না ঘটে এর জন্য সেনাবাহিনীকে সাময়িক সহায়তার উদ্দেশ্য মাঠে নেমেছেন এসব শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দোকানপাট লুটপাট ও ভাঙচুর ঠেকাতে দেখা গেছে শিক্ষার্থীদের।
সরজমিনে পাবনার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে এবং কিছু শিক্ষার্থীরা হাতে মাইক নিয়ে সবাইকে আহ্বান করছে যাতে শৃঙ্খলা বজায় রাখে। কারো জানমালের ক্ষতি সাধন যেন কেউ না করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোহম্মদ রাব্বি বলেন, আমাদের আন্দোলন সফল হয়েছে। যারা আন্দোলনের বিজয় ভিন্নখাতে নিয়ে বিভিন্ন বাসা ও দোকাসে অগ্নিসংযোগ, লুটপাট করছে আমরা তাদের প্রতি নিন্দা জানাই। আজ আমরা সেনাবাহিনীকে সহায়তা করছি। সড়কে যেন যানজট ও বিশৃঙ্খলা না হয় সেজন্য কাজ করছি। আশা রাখি খুব শিঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
তিনি বলেন, যেহেতু মাঠে এখন ট্রাফিক পুলিশ নেই তাই, শিক্ষার্থীরা চেষ্টা করছি ট্রাফিক পুলিশের দায়িত্বে কিছুটা কাজ করার।
অপর শিক্ষার্থী রণি বলেন, আমরা সেনাবাহিনীর সাথে কথা বলেছি। তারা যেহেতু বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাট ঠেকাতে ছুঁটছেন তাই আমরা সেনাবাহিনীকেে সাময়িক সহযোগিতা করছি। যেখানে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে যেমন, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চলছে সেটা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা তাদের হটলাইন নাম্বার দিয়েছে। আমরা সে নাম্বার সম্বেলিত কাগজ ও সেনাবাহিনীর বার্তা প্রিন্ট করে জনগনের হাতে হাতে সেটি পৌঁছে দিচ্ছি।
শিক্ষার্থীরা জানান, আমরা আন্দোলন করেছি একটা শান্তি শৃঙ্খল দেশের জন্য। লুটপাট অরাজকতা যারা করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। যেহেতু মাঠে এখন পুলিশ নেই আমরা সেনাবাহিনীকে সহায়তা করছি।
.jpeg)
0 মন্তব্যসমূহ